নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির একাংশের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, মতিন বকস, পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান ও সেলিম মোঃ সালাউদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ