দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গসংগঠন। সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন নেতারা। শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি ক্ষেত্রকে অনিয়ম দুর্নীতির আখড়া তৈরি করেছে। দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থাকায় দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশের মানুষকে নির্যাতন, সর্বক্ষেত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। অসাধু লোকজনের সাথে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোজ্যতেলের লাগামহীন মূল্য বৃদ্ধি করছে।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, বিএনপি’র নেতা মাহবুব আলমগীর আলো, ওমর ফারুক টপি, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মদ, সদর উপজেলা বিএনপি সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, সুবর্ণচর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক এডভোকেট নুর হোসেন মাসুদ, শহর যুব দলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি ও হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হোসেন আজাদ ও জেলা শ্রমিক দলের সহ-সভাপতি কবির হোসেন সবুজসহ দলের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল