চলতি সপ্তাহে জোয়ারে নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বরগুনার বড়ইতলা-বাইনচটকি, পুরাঘাটা-আমতলী ফেরিঘাটের পল্টুন পানির নিচে ডুবে যাওয়ায় জন দুর্ভোগ বেড়ে গেছে। বিশখালী আর বুড়িশ্বর নদীর পানি বেড়ে দুটি ফেরির পল্টুন জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও সমস্যা সৃষ্টি হয়েছে। বিষখালী এবং বুড়িশ্বর নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সোমবার সকালে সরেজমিনে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া ফেরিতে পারাপার হওয়া সাধারণ মানুষও পড়েছেন ভোগান্তিতে।
ফেরিঘাট থেকে পারাপার হওয়া অনেকেই জানান, দুইদিন ধরে পানি বাড়ার ফলে ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফেরিঘাট পারাপার হওয়া সাধারণ মানুষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন