দিনাজপুর শহরের রামনগর মহল্লায় স্ত্রীর পায়ে ধারালো বঁটির কোপ দিয়ে হত্যার চেষ্টা চালিয়ে মুক্তার আলী মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রবিবার দিনাজপুর শহরের রামনগর এলাকার ভাড়া বাসা থেকে মুক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত মুক্তার নওগাঁ জেলার পত্মীতলা মদইন গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী মোতাহিরা আক্তারসহ বসবাস করে আসছিলেন। বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম কাজ করছেন বলে কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান।
তিনি জানায়, রবিবার দুপুরে রামনগরের ভাড়াটিয়া বাড়িতে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি নিয়ে ঝগড়া বাঁধে। এরই এক পর্যায়ে স্ত্রী মোতাহিরা আক্তারের পায়ে বটি দিয়ে কোপ দেয় স্বামী মুক্তার আলী মন্ডল। পরে স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ওই বাড়ী থেকে স্বামী মুক্তার আলী মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক