দিনাজপুরে ট্রাকচাপায় নাহিদ হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাহিদ হাসান সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের বইরাডিঘি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
সোমবার সকালে সদর উপজেলার কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর তিন বন্ধু মিলে দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। দিনাজপুর শহরের অভিমুখে কোম্পানি মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক নাহিদকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন