নরসিংদীতে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। এর আগে বুধবার রাতে সাড়ে ৮টার দিকে নরসিংদী শহরের হাজিপুর কাঠবাজারে সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ছেলে সুজন সূত্রধরসহ ২ জন আহত হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন দোকানের বার্নিশ মিস্ত্রী সদর উপজেলার বুদিয়ামারা গ্রামের হযরত আলীর ছেলে মাসুম মিয়া (২৬) একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিমুল মাহমুদ (২২) ও নবী পুর গ্রামের রহিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানিয়েছেন, এক সপ্তাহ পূর্বে সুজিত মেম্বারের ছেলে সুজন সূত্রধরের সঙ্গে দোকানের বার্নিশ মিস্ত্রী মাসুমের কথা কাটাকাটি হয়। এই নিয়ে সুজন সূত্রধর বার্নিশ মিস্ত্রী মাসুমকে চড় থাপ্পর দিলে সে দোকানের মালিক সুজিত সূত্রধরের নিকট বিচারপ্রার্থী হয়। রবিবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে সালিশের কথা ছিল কিন্তু বার্নিশ মিস্ত্রী মাসুম সালিশে না বসে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে সুজিত মেম্বার ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে সুজিত মেম্বার নিহত হয়।
বিডি প্রতিদিন/এএ