শিরোনাম
৫ জুলাই, ২০২২ ১৯:১৫

বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

দুই হাজার বানভাসির মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ময়মনসিংহ পরিবার। ৩টি গরু কুরবানী করে গোশত নিয়েও তারা বানভাসিদের পাশে থাকবে আসন্ন পবিত্র ঈদুল আজহায়। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় চার দফায় প্রায় ৩ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেন তারা। ত্রাণ বিতরণে তাদেরকে সহযোগিতা করেছে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

জানা যায়, নিত্যপ্রয়োজনীয় সাধারণ খাবারের পাশাপাশি শিশুদের জন্য শিশু খাদ্য, গর্ভবতী মহিলাদের জন্য উপযোগী পুষ্টিকর খাবার এমনকি প্রাণীদের জন্যও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মেয়েদের জন্য সেনেটারী ন্যাপকিন ও অসুস্থদের জন্য ওষুধের ব্যবস্থা করা হয়। ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ। এ সময় বিকেবি পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর