সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে মুজিবুর রহমান (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মজিবুর রহমান দিরাই উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামের শফিক উদ্দিনের ছেলে। এছাড়াও নৌকায় থাকা তিনজনের মধ্যে আরও একজন নিখোঁজ রয়েছেন।
বুধবার রাতে চাপতির হাওরে ছোট শামুক সংগ্রহ করতে গিয়ে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
দিরাই উপজেলার পূর্ব চণ্ডিপুর থেকে হাঁসের খাদ্য ছোট শামুক সংগ্রহের জন্য ইঞ্জিনচালিত ছোট নৌকায় মুজিবুরসহ ৩ জন চাপতির হাওরে যান। রাত সাড়ে ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে থেকে স্থানীয়রা পারভেজ মিয়া নামের একজনকে উদ্ধার করে। নিখোঁজ হন বাকি দুজন। বৃহস্পতিবার সকালে পুলিশ ও দিরাই ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করলে চাপতির হাওর থেকে মুজিবুর রহমান নামে একজনের মরদেহ উদ্ধার করে।
দিরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন