বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং বাজারে অভিযান চালিয়ে ২৮২ পিস ইয়াবাসহ সুজন শিকদার (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। শনিবার রাতে এই অভিযান চালায় তারা। আটক সুজন মশাং গ্রামের বাচ্চু সিকদারের ছেলে।
এ সময় মাহফুজ খান (৪০) ও মঞ্জুু খান (৪১) নামে দুই জন পালিয়ে যায়। এ ঘটনায় র্যাবের ডিএডি নুর ইসলাম বাদী হয়ে ওই রাতেই ৩ জনকে আসামী করে মাদক আইনে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএ