নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে কেক কাটা র্যালী, দোয়া এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আজ বেলা ১১টার দিকে কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়। এরপরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কানাইখালি প্রেসক্লাব এলাকায় সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/এএ