নাটোর সদর উপজেলার তকিয়া বাজার থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি শুটারগান, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার সিজান (২৩) রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডি দক্ষিণপাড়া এলাকার মানিকের ছেলে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তকিয়া বাজারে হামজা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালায় রাজশাহী মোলাপাড়া ক্যাম্পের এক দল সদস্য। ওই সময় সিজানের দেহ তলাশি করে ওই অস্ত্র ও নগদ ১ হাজার টাকা জব্দ শেষে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ