রংপুরে তিন বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী ইমাম মাহফুজুর রহমানকে (৩০) পাবর্ত্য জেলা খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ৫ মে দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার বাসিন্দা ইমাম মাহফুজুর বাড়ির পাশে ওই শিশুকে মসজিদের পাশে খেলাধুলা করতে দেখে। ওই শিশুর বাড়ির লোকজন ধানের আটি আনতে ব্যস্ত থাকায় ওই শিশুকে ধর্ষণ করে মাহফুজুর। শিশুটি কান্নাকাটি করলে তাকে খেলনা দিয়ে বাদির বাড়িতে রেখে যায় ধর্ষক। পরে বিষয়টি জানতে পেরে ওই শিশুর বাবা বাদী হয়ে মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে আত্মগোপনে যায় মাহফুজুর।
থানায় মামলার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গত ২৫ জুলাই বিকেলে রংপুর র্যাবের বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম র্যাবের সহযোগিতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা থানাধীন তবলছড়ি বাজার ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজুরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু ধর্ষণের কথা স্বীকার করেছে বলে র্যাবকে জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএ