ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম।
আজ শনিবার দুপুরে স্কুল পরিদর্শনে যান তিনি। এ সময় স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার সার্বিক খোঁজ-খবর নেন। শিক্ষার্থীরা স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে তাকে অবহিত করলে তিনি তাদের পড়ালেখার সামগ্রী, বিনোদন ও খেলাধুলার সামগ্রী প্রদানের আশ্বাস দেন। পরে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় করেন।
স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাসসহ বঙ্গবন্ধু কর্নার করার ঘোষণা দেন যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুলটির প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, অভিভাবক সদস্য মো. মোশাররফ তালুকদার। এর আগে যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম স্কুলে পৌঁছালে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর