বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ওয়াজেদ হোসেনকে (৫০) রাজধানী ঢাকার রামপুরা থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই জাকির আল আহসান।
গ্রেফতারকৃত ওয়াজেদ হোসেন বগুড়ার সদর উপজেলার নামুজা ভান্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।
এসআই জাকির আল আহসান জানান, গ্রেফতারকৃত সদরের নামুজা বাজারে সার এবং কীটনাশকের ব্যবসা করত। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে এর থেকে দেড় কোটি টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ গ্রহণের পর তা পরিশোধ না করে ৪/৫ বছর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। এতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেন। আদালত তার নামে আটটি মামলায় সর্বমোট ১০ বছর সাজা এবং দেড় কোটি টাকা জরিমানা প্রদানের রায় দেন।
তিনি আরও জানান, এরপর সদর থানা পুলিশ পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং সিনিয়র কর্মকর্তাদের সহায়তায় ঢাকার রামপুরা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরের তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর