সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামে বজ্রপাতে জামিলা খাতুন (৫৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জামিলা ওই এলাকার খাজেম আলীর স্ত্রী।
তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়োর্ডের মেম্বর আজিজুল হক জানান, দুপুরে বৃষ্টি মধ্যে পাশের বাড়ি থেকে ওষুধ নিয়ে ঘরে ফেরছিলেন জামিলা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালম ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম