পাবনার ঈশ্বরদী পাকশীতে নসিমন উল্টে সুলতান আলী নামে এক গরুর ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত সাত ব্যবসায়ী।
শনিবার সকাল ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের লালনশাহ সেতুর টোল প্লাজার সামনে গোল চত্বচরের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাস গ্রামের মকসেদ আলীর ছেলে।
পাকশী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, রাজশাহী বাগমারা থেকে কয়েক জন গরুর ব্যবসায়ী গরু কেনার উদ্দেশ্যে কুষ্টিয়ার ভেড়ামারাই যাচ্ছিলেন। পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় নছিমনটি উল্টে গেলে নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সুলতান আলী নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম