ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর-শহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে।
কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানী-শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড় পরে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পরে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙ্গা আছে। পরে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর