বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর হাট এলাকায় আশা ফার্নিচার নামে একটি কাঠ ফার্নিচারের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারী ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দোকান মালিক উপজেলার খরণা বাঁশগাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) জানান, তিনি শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। রাত ৩টার দিকে নাইটগার্ড ফোন করে বলেন তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত এসে দেখেন তার টিনসেড দোকানে থাকা সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি ও কাঠ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে করে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানেন না।
তিনি আরও জানান, এই দোকানই ছিল তার উপার্জনের একমাত্র উৎস। বসতবাড়ির একখণ্ড জমি ছাড়া তার কোন জমিজমা নেই। এক ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় ছেলে ও বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট দুই মেয়ের মধ্যে একজন বিয়ের উপযুক্ত হয়েছে। উপার্জনের একমাত্র অবলম্বন ভস্মীভূত হওয়ায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এখন পথে বসে গেলেন।
স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে দমকল বাহিনীকে খবর দেন এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে দমকল বাহিনী প্রাথমিক ভাবে ধারণা করছে। সরকারী সহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আবেদন করতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর