বগুড়ার গাবতলীতে হামলাকারীদের গ্রেফতার ও মামলা প্রত্যাহারের দাবিতে ৩ শনিবার পৃথকভাবে গাবতলী সদর ইউনিয়নের লাঠিগঞ্জ এলাকায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে।
লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রোস্তম আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কলেজ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোমিনুল হক শিলু, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রোস্তম আলী, সদস্য মতিয়ার রহমান মিলন, শিক্ষক বেলাল হোসেন, মার্জিয়া বেগম, শিক্ষার্থী নোমান, ফাতেমা খাতুন, বক্তারা শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
অপরদিকে লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রোস্তম আলী কর্তৃক স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে লাঠিগঞ্জ এলাকায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ ইসলাম, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. আবু সাঈদ, নজরুল ইসলাম খান।
এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলাম, সৌখিন, মামুনুর রশিদ মোহন, মোস্তাফিজার রহমান অদু, পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত। প্রতিবাদসভা থেকে বক্তারা বলেন, মিথ্যা এই মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর