পটুয়াখালীর কলাপাড়ায় কোমলমতি শিশুরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার শপথ বাক্য পাঠ করেছে। শনিবার সকাল সোয়া ৯ টায় পৌর শহরের মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে শিশুরা তাদের প্রাত্যহিক সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশন করে।
এর পরে শিশু শিক্ষার্থীদের সবেতকণ্ঠে ‘আমি দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যানে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন’ এই শপথ পাঠ করেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শপথ বাক্য শেষে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জানায়, ক্লাস শুরুর আগে স্যাররা রোজ তাদের জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ পড়ায়। ৩য় শ্রেণির শিশু শিক্ষার্থী অগ্নি হাওলাদার জানায়, বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ তাদের স্যারদের কাছ থেকে জেনেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুগল চন্দ্র কুন্ড জানান, আজকের শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই বঙ্গবন্ধুর মত তাদেরও চেতনায় যাতে দেশপ্রেম থাকে। এজন্যই প্রাত্যহিক সমাবেশে শপথ বাক্য পাঠ করানো হয় শিশু শিক্ষার্থীদের।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২১ সালের ডিসেম্বর মাসে এক নির্দেশনা জারি করা হয়। যাতে প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ ইংরেজি কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ কালে উক্ত শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল