রাজশাহীর পুঠিয়ায় সাপের কামড়ে তামিম হোসেন (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ধোপাপাড়া গ্রামের নবি হোসেনের ছেলে এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। রবিবার ভোর রাতে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় ওই স্কুলছাত্রকে বিষধর সাপ কামড়ালে তার মৃত্যু হয়।
তামিমের বাবা নবি হোসেন জানান, রাতে লেখাপড়া শেষে খাওয়ার পর নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শেষ রাতে সাপে কামড়ালে চিৎকার দেয়। এরপরে দ্রæত তাকে স্থানীয় স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে সাপের কামড়ে মৃত্যু হওয়ায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তামিমের মরদেহ দাফনের ব্যবস্থা করতে তার পরিবারকে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ