ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন করে চেঁচামেচি করার দায়ে মো. শাহজাহান (৩৮) ও শান্ত (২৫) নামে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার রাতে শহরের কালাইশ্রী পাড়ার একটি ফ্লাট থেকে তাদেরকে গ্রেপ্তার করার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহাজাহানকে ১৫ দিনের এবং শান্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি উভয়কে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফিন বলেন, শহরের কালাইশ্রীপাড়ার একটি ফ্লাটে মাদক সেবন করে দুই যুবক হৈ-চৈ চেঁচামেচি করছিল। পরে আশপাশের বাসিন্দারা জাতীয় জরুরী সেবা “৯৯৯”এ ফোন দিলে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুই যুবককে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ফ্ল্যাটে তল্লাশী করে ইয়াবা সেবনের আলামত পাওয়া যায়। পরে আটক দুই যুবক মাদক সেবনের কথা স্বীকার করলে তাদের একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি উভয়কে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম