কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বরিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের হাটের কুটি গ্রামের আব্দুল মজিদের ছেলে শামীম মন্ডল (৩০) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৫)। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই স্বামী-স্ত্রীকে হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্যোশে রাখা ১৫০ গ্রাম গাজা, ৭পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে তাদের রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম