২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বুধবার সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু মঞ্চের মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, মুসফিকুর রহমান টিটো, জিয়াউর রহমান আরমান প্রমুখ। এসময় উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে।
বিডি প্রতিদিন/ফারজানা