চাঁদপুর-কুমিল্লা সড়কের বানিয়াচোঁ মোড় থেকে গ্রামীণ পাকা সড়ক দিয়ে দক্ষিণে একটু এগোলেই চোখে পড়বে সমিরনের ‘মনবাগান’। চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমিরন দত্ত বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা গাছের পরিত্যক্ত শেকড়, গুঁড়ি ও কাঠ দিয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন সামগ্রী।
জায়গা ভাড়া নিয়ে স্থাপন করা তার সংগ্রহশালার নাম দিয়েছেন ‘মনবাগান’। তিনি পরিত্যক্ত শেকড়ে মনের মাধুরী মিশিয়ে ব্যতিক্রমী শিল্পকর্ম গড়ে তুলছেন। শুধু মনের টানেই এই কাজটি করছেন। ‘মনবাগান’ এর শিল্পকর্ম দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীরা ছুটে আসেন।
সমিরন দত্ত বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা শেষ করে গার্মেন্টস কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। একদিন রাস্তায় একটি গাছের গোড়া কুড়িয়ে পেয়ে তা দিয়ে তৈরি করেন বিশেষ অবয়ব। এরপর থেকেই পরিত্যক্ত কাঠ ও গাছের শিকড় দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করতে শুরু করেন। কুড়িয়ে আনা কাঠের টুকরো, ছোট-বড় কেটে ফেলা গাছের শিকড়-বাকল, পরিত্যক্ত সামগ্রী দিয়েই শিল্পী সমিরন স্বপ্নের এই বাগান সাজিয়েছেন। ভালোবাসার টানেই তিনি এই শিল্পকর্ম তৈরি করেন। সেই বাগানে সাধারণের প্রবেশ মূল্য ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণদের বিনামূল্যে প্রবেশ। এখানে শিল্পকর্মগুলো দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, সমিরনের শখে গড়া ব্যতিক্রমী এই শিল্পকর্মের প্রসার ঘটাতে সহায়তা চাইলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি যদি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কোনো প্রশিক্ষণের চিন্তা করেন, সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এমআই