নেত্রকোনায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করেছে ব্র্যাক। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে মঙ্গলবার দুপুরে ২৫ জন কিশোরীর মাঝে বাল্যবিয়ে প্রতিরোধে তথ্য কার্ড প্রদান করা হয়।
ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুর গ্রামের তিন পল্লী সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় কিশোরীদের হাতে তথ্য কার্ড তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের ময়মনসিংহ জোন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জোনাল ম্যানেজার মো. আকরামুল ইসলাম, নেত্রকোনার সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি নাসিমা আক্তার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম বাশারসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই