কুমিল্লার দেবিদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালক ফারুক মুন্সীর (৩০)। মঙ্গলবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মুন্সী দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের মো. হোসেন মুন্সীর ছেলে। ক্যান্সারে বাবা হোসেন মুন্সীর মৃত্যুর ৪২ দিন পর মারা গেলেন ছেলে ফারুক মুন্সী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মুন্সী দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলস্থ একটি বেকারি থেকে ভ্যানযোগে মালামাল নিয়ে মিরপুর যাওয়ার পথে কোম্পানীগঞ্জ ব্রিজের নিকট জ্যামে আটকা পড়েন। ভ্যানের সামনে থাকা ট্রাকটি পেছনের দিকে চাপ দিলে ভ্যানচালক ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান।
বেকারির কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বিগত ৪/৫ বছর যাবত ফারুক মুন্সী আমাদের দোকানে কাজ করতেন। সে কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল বিক্রয় করতো। সে আজ দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেটে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়েছেন।
নিহতের ছোট ভাই রাসেল মুন্সী জানান, তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর ৪২ দিন পূর্বে মারা যান। পরিবারের হাল ধরা বড় ভাইও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবারটিই অভিভাবকহীন, আমরা অন্ধকারে পড়ে গেছি।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম