কুমিল্লার হোমনায় স্কুলে যাওয়ার পথে সাপের কামড়ে মো. মাহবুব নামে ৭ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নারায়নপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাপে কাটা চিহ্ন দেখে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসাপাতাল এবং পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ওইদিনও শিশু মাহবুব সকালে স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরেই সে আবার বাড়ি ফিরে আসে। ঘরে ফিরে ভাল লাগছে না বলেই একটি রুটি খেয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর কয়েকবার বমি করে। অবস্থার অবনতি হলে দুপুরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মাহবুবকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম