খুলনার শেরে বাংলা রোডে মাছ ব্যবসায়ী যুবক ইয়াছিন আরাফাতকে হত্যায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- লবনচরা এলাকার ভাড়াটিয়া ইব্রাহিম ওরফে এলএক্স কাটার ওরফে নিরব, শেখপাড়া এলাকার আব্দুল্লাহ ও ৩নং কাশেম সড়কের সজীব ওরফে আশিক ওরফে জার্বি।
শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা কিশোর হওয়ায় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার রাতে বাগেরহাটের মোংলা ও খুলনা নিরালা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে হত্যার ঘটনায় খুলনা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনের বিরুদ্ধে মামলা হয়।
জানা যায়, নিহত ইয়াছিনের সাথে আসামিদের দ্বন্দ্ব ছিল। এর জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করে। উল্লেখ্য, শুক্রবার নগরীর শেরে বাংলা রোডে ইয়াছিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম