কুমিল্লা মহানগর বিএনপির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে গতকাল শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।
পরিচিত সভায় আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের দিকে ছুটছে। এ সরকারকে এদেশে মানুষ আর চায় না। গণতন্ত্র ও ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানবাধিকার বলতে দেশে এখন কিছু নেই। দেশ এক কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। মহানগর বিএনপিকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে শক্তিশালী করতে হবে। রাগ অভিমানের সময় নয় এখন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে’।
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব ভিপি জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মো. রাজিউর রহমান, ভিপি নজরুল ইসলাম, মো. মামুনুর রশিদ মজুমদার, আবদুল জলিল, মো. শহিদুল্লাহ রতন, অ্যাডভোকেট মো. হোসেন, আবদুল জলিল, সদস্য অধ্যাপক নেছার আহমেদ রাজু, মজিবুর রহমান কামাল, মনির হোসেন পারভেজ, রায়হান রহমান হেলেন, জলিশ আবদুর রউফ, মো. মনিরুল ইসলাম বাচ্চু, মো. রিয়াজ খান, এস এম এ রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা