২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৪৭

করতোয়া থেকে পিতলের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করতোয়া থেকে পিতলের মূর্তি উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে একটি পিতলের  মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার পরে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর কাঁচদহ নামকস্থানে ড. ওয়াজেদ মিয়া সেতুর নীচে দুধিয়াবাড়ী দারাপাড়ার নুর আমিনের ছেলে রুবেল মিয়া নদীতে মাছ ধরছিল। এ সময় সে হিন্দুদের দেবতা ‘গোপাল’ আকৃতির পিতলের একটি মূর্তি পায়। ওই কিশোর মূর্তিটি বাড়িতে লুকিয়ে রাখে। খবরটি ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের বিট পুলিশের এএসআই আলমগীর হোসেন মূর্তিটি উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় সপ্তাহখানেক পর রবিবার সন্ধ্যার পরে পুলিশ কৌশলে ওই কিশোরকে আটক করে জেরা করলে একপর্যায়ে রুবেল মিয়া মূর্তি পাওয়ার কথা স্বীকার করেন।
 
পরে রাতে পীরগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়ার নিকট থেকে ওই মূর্তি উদ্ধার করেন। এ সময় টুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন।

ওসি আব্দুল আউয়াল জানান, উদ্ধারকৃত মূর্তিটির ওজন এককেজি ৮৬ গ্রাম। মূর্তিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে কোন মামলা হয়নি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর