বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায় কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালন করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও শিল্পপতি আলহাজ্ব এম.এ. ওয়াহেদ।
সোমবার ভালুকায় পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় প্রত্যাকটি মন্দির কমিটির কাছে তার ব্যাক্তিগত হতবিল থেকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’
পূজা মন্ডপ পরিদর্শন কালে এসময় উপস্থিত জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ