ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকা এলাকা থেকে গলাকাটা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় মহাসড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অজ্ঞাত যুবকের পরনে ছিলো কালো প্যান্ট ও সাদা গেঞ্জি তার আনুমানিক বয়স ৩৮ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্চে দুর্বৃত্তরা যুবকটিকে গত ৪/৫ দিন দিন আগে অন্য কোথায়ো হত্যা করে মহাসড়কের এ স্থানে ফেলে গেছেন।
ফেনী সদর সার্কেল অং প্রু মার্মা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন