কুমিল্লার দেবিদ্বারে রাহিম হত্যাকাণ্ডের মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ ৩৯জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা জীবন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত ১৯জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০কে আসামি করা হয়েছে। মামলায় জাফরগঞ্জ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আবদুল হালিমকে হুকুমের আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলেন, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছগুরা) গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন, একই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম ও মনু মিয়ার ছেলে মো. কামাল হোসেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, রাহিম হত্যাকাণ্ডে জড়িত এজহারনামীয় তিনজনকে রবিবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে রাহিমের বাবা জীবন মিয়া ১৯জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কার্যক্রম চলছে। প্রকৃত আসামিদের খুঁজে বের করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন