সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ১৩ হাজার নিম্ন আয়ের হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পাচ্ছেন এ সুবিধা।
আজ সোমবার সকালে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ কার্যক্রমরে উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস ও সদস্য চিত্তরঞ্জন।
একজন কার্ডধারী ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল পাবেন। টিসিবির এ কার্যক্রম চলবে তিন দিন। ভতুর্কিমূল্যে পণ্য কিনতে সকাল থেকেই ছিল ভিড়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ