২৭ নভেম্বর, ২০২২ ১৭:৫১

দিনাজপুরে ছিনতাই যাওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ছিনতাই যাওয়া টাকা 
উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

দিনাজপুরের বিরলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ইমতিয়াজ কাওছার বাবুর ছিনতাই হওয়া প্রায় ১০ লাখ লাখ টাকা মধ্যে ৭লক্ষাধিক টাকা উদ্ধারসহ পরিকল্পনাকারিসহ ছিনতাই চক্রের  ৮ জনকে আটক করেছে জেলা পুলিশের কর্মকর্তারা।

গত ২৪ নভেম্বর দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করেছিল চক্রের ১০ সদস্য। পরে একে একে গ্রেফতার হয়েছে ৮ সদস্য। এদের মধ্যে দুজন কলেজ পর্যায়ের ছাত্র। অন্যরা বেকারসহ ভিন্ন ভিন্ন পেশায় জড়িত। গতকাল রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে রবিবার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ তার কার্যালয়ে প্রেসব্রিফংয়ে গনমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন তিনি।

প্রেসবিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার জিন্নাত আল মামুন, কোতোয়ালী থানার ইনচার্জ তানভিরুল ইসলাম তানভীর, তদন্ত ইন্সপেক্টর গোলাম মাওলা শাহ্, ইন্সপেক্টর ইন্টেলিজেন্স বিশ্বনাথ দাশ গুপ্ত, উপ পরিদর্শক বাদল কুমার মন্ডলসহ গ্রেফতার অভিযানে অংশ গ্রহনকারি অন্যান্যরা।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, পুর্ব পরিকল্পনামতো ২৪ নভেম্বর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে ওৎ পেতে ইসলামী ব্যাংকের বিরলের এজেন্ট ইমতিয়াজ কাওছার বাবুর ৯ লাখ ৯০ হাজার টাকা বহনকারি সাইদুর রহমানের মোটর সাইকেলে গতিরোধ করে সব টাকা ছিনিয়ে নেয় ৮সদস্যের ছিনতাইকারীরা৷ বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহারসহ কৌশলে বিরামপুরের আবাসিক হোটেল থেকে আটক করা হয় চক্রের ৩ সদস্যকে। পরে একে একে আরো ৫ জনকে আটক করে উদ্ধার করা হয় ৭ লাখ ২ হাজার টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি মোটর সাইকেলসহ বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়।

এ চক্রের মুল হোতা দিনাজপুর সদরের ৬ নম্বর উপশহরের দাবাতুল ইসলাম উজ্জল। তার বিরুদ্ধে পূর্বের অপরাধে ৫টি মামলা রয়েছে। তার নের্তৃত্বে ছিনতাইয়ে অংশ নেন অন্যরা। ভাগ বাটোয়ারার টাকায় মোবাইল-জুতাসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করেছিল তাদের কেউ কেউ। সব আলামত জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলা সদরের বাসিন্দা। এদের মধ্যে ৭ নম্বর উপশহরের বাসিন্দা মৃত জুলফিকারের ছেলে সজিব আলী বাবু অটোবাইক চালক, ৫  নম্বর উপশহরের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে শাখাওয়াত সরকার অর্নব ইন্টারনেটের ওয়াইফাই সার্ভিসে কর্মরত, ৩ নম্বর উপশহরের বাসিন্দা মৃত মোকাররম হোসেনের ছেলে নাদিম মাহমুদ দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র, একই এলাকার বাসিন্দা নোর কুতুবুল আলমের ছেলে ফজলে রাব্বি উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের গার্মেণ্টস বিষয়ে অধ্যায়নরত, মুল পরিকল্পনাকারি দাবাতুল ইসলাম উজ্জ্বল ৬ নম্বর উপশহরের বাসিন্দা হাবুল সরদারের ছেলে, সুইহারি খালপাড়া মহল্লার বাসিন্দা মৃত সামছুল আলমের ছেলে রবিউল ইসলাম সুমন বেকার, পুলহাট বাহারপাড়ার বাসিন্দা সামিনুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম মিঠুন অটো বাইকের মেকার এবং উপশহরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম কনকের নিজস্ব ইটভাঙ্গা মেশিন রয়েছে। মুল জড়িতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর