জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষের শান্তির জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বিভিন্ন ধরনের ভাতা দিয়ে আসছেন। এ দেশকে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতা প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে উন্নত দেশের কাতারে।
শনিবার দিনাজপুর দিগন্ত শিল্পীগোষ্ঠী চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. খালেকুজ্জামান রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ইমমদাদ সরকার ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, সহ-সভাপতি জহির খান, দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফারুক গজনবী, সাবেক ফুটবলার তরু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, সাবেক কাউন্সিলর মোস্তাফা কামাল মুক্তি বাবু, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, সহ-সভাপতি মো. শামীম শেখ, অর্থ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকিদ হায়দার শিপন, কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আরমান হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল