শিরোনাম
- সায়েদাবাদে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
- স্বৈরশাসক দেশটাকে ধ্বংস করে গেছে: তৃপ্তি
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড সুফী নাইট
- দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় কূটনীতিকদের ওয়াকআউট
- জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ
- ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে
- যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : নবীউল্লাহ নবী
- ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ ঢাবির সুনাম ক্ষুণ্ন করেছে : ঢাবি সাদা দল
- কুমার নদে নৌকাবাইচে মানুষের ঢল
- চাকসু নির্বাচন: রবিবারের মধ্যে সব প্যানেলই ইশতেহার প্রকাশের প্রস্তুতি
- চুয়াডাঙ্গায় দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা উপহার বিতরণ
- ডাকসু ভোট : প্রশাসনের জবাবে ‘অভিযোগ এড়ানোর কৌশল’ দেখছে ছাত্রদল
- মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
- বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- শীতকালীন সবজিতে হাত পুড়ছে ক্রেতার
- প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল তথ্যে তৈরি : প্রেস সচিব
- দেশের প্রেক্ষাগৃহে ডিক্যাপ্রিওর নতুন সিনেমা
- শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
- খুলনায় টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে হাসুয়ার কোপে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকালে চারঘাটের বাঁকড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুইজন নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতরা হলেন, বাঁকড়া মৃত দেদার হোসেনের ছেলে আবদুল আজিজ (৫০) ও জেকের আলী ছেলে আকরাম আলী (৫৫)। নিহতরা দুই ভাই দুই পক্ষের। তাদের লোকজনের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আহতরা হলেন, আনসার আলীর ছেলে সোহেল রানা (৩৫), শহিদুল ইসলাম (৫০), জাহিদুল ইসলাম সুমন (২৩)। তারা নিহত আকরাম আলীর লোকজন। অপর নিহত আবদুল আজিজের লোকজন হলেন দাউদ আলী (৪২) ও ইয়াকুব আলী (৩৫)। আহতরা সম্পর্কে বাবা ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়াই বিঘা জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসেও মীমাংসা হয়নি। মীমাংসায় বসলে একপক্ষ মেনে নেয় তো অন্যপক্ষ মানে না। এনিয়ে দীর্ঘদিনের বিরোধ তাদের মধ্যে। সর্বশেষ শনিবার বিকালে জমিতে সার দিতে যান আকরাম আলী। তাতে বাধা দেয় আবদুল আজিজ। এনিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরও লোকজন আসলে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে তারা গুরুত্বর আহত হন। পরে তাদের স্বজনরা উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার অবস্থা শান্ত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর