নারায়ণগঞ্জের গোগনগর ইউনয়নে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারধরে জায়েদা বেগম (৬০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে মৃত অবস্থায় ওই নারীর মরাদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত জায়েদা বেগম গোগনগর ইউনিয়নের কাইয়ুম মন্ডলের স্ত্রী।
এ বিষয়ে সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহান জানান, গাছ কাটা নিয়ে সংঘর্ষে নাকি মারধরের ঘটনা ঘটেছিল। মৃত অবস্থায় ঐ নারীকে হাসপাতালে আনা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা সত্যতা জানিয়ে বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি ধাক্কধাক্কি এক পর্যায়ে ওই নারী মাটিতে পড়ে যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে এটি হত্যা না অন্য কিছু রহস্য উদঘাটনে ব্যবস্থা নেব।বিডি প্রতিদিন/এএম