কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিহারি খাল পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। সোমবার দুপুরে চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাজারিবাড়ি সেতু সংলগ্ন খাল খননের ভিত্তিপ্রস্তর স্থাপন করে খনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এ উপলক্ষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডভোকেট জাহাঙ্গীর আলম শওকত, চণ্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিলন, আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম বিলাস, আরিফুল ইসলাম আরিফ, যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন