চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
বুধবার বেলা ১১টার সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ এক এম গালিভ খানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল ওদুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ আবারও শুরু করবেন বলে জানান সাবেক এই সংসদ সদস্য।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর বিএনপির দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত