কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জেলা বিএনপির আলোচনা সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
শহরের জয়নগর এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের বাসভবনে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সভাপতিত্ব করেছেন। সভায় বিএনপির জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, কেন্দ্রীয় নেত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাংগঠনিক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।সভায় সদস্য সচিব জানান, পূর্ব নির্ধারিত সভাস্থলে নেতাকর্মীরা আসার সময় ছাত্রলীগের হামলায় যুবদলের সভাপতি শাহাবুদ্দিন রিপন আহত হন। পরে হাসপাতালে গেলে সেখানে হামলা চালালে বাইরে গিয়ে পালিয়ে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।
অন্যদিকে এমন ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জয়নগর সড়কে অবস্থানরত মডেল থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, বিএনপি ও যুবদল ছাত্রদলের কোনো নেতাকর্মী যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে আমরা সেটি লক্ষ্য রাখছি। পাশাপাশি অন্য কেউও কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই।
বিডি প্রতিদিন/ফারজানা