ময়মনসিংহের ফুলপুরে একটি প্রাইভেট কার, ৬৫ বোতল ফেনসিডিল ও একটি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে ওসি আব্দুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় এসআই আব্দুল খালেক সঙ্গীয় কনস্টেবল সানোয়ার হোসেন, আল আমিন ও আবুল মনসুরসহ পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, হালুয়াঘাট থেকে একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট টু ঢাকা আঞ্চলিক মহাসড়কে পৌরসভার গোদারিয়ায় ফায়ার সার্ভিস এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদের সামনে একটি নীল রঙের প্রাইভেট কারকে সন্দেহ হলে কারটি থামায় পুলিশ। এসময় প্রাইভেট কারের ভিতর থেকে অজ্ঞাতনামা তিনজন আসামী দরজা খুলে দ্রুত বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
পরে প্রাইভেট কারটি জব্দ করে এতে তল্লাশি করে একটি হলুদ রংঙের প্লাষ্টিকের ব্যাগের ভিতর একত্রে রক্ষিত অবস্থায় মেয়াদোত্তীর্ণ ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা। এছাড়া প্রাইভেট কার, কিছু কাগজপত্র ও একটি এন্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত কাগজপত্র পর্যালোচনায় জানা গেছে প্রাইভেট কারের মালিক মো. মহর আলী। তাই মহর আলী ও অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাইভেট কার ও মোবাইলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এএ