বান্দরবানের থানচি ও আলীকদমের মধ্যবর্তী ডিম পাহাড়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ২০০ ফুট খাড়া খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক এবং একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে বান্দরবান জেলা সদর থেকে ১১০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪২), ছেলে পার্থিব রহমান (২১), কন্যা ফাইরুজ নাফিয়া (২০) এবং গাড়ির চালক নুর নবী (৪২)।
আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন সরকার জানান, তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কক্সবাজার পাঠানো হয়েছে। কিন্তু গাড়ির চালক নুর নবীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম