১৪ জানুয়ারি, ২০২৩ ১৫:২২

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া।

শ‌নিবার দুপু‌রে তি‌নি বঙ্গবন্ধুর সমা‌ধিতে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান। প‌রে তি‌নি বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্ট নিহত‌দের রূ‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে ফা‌তেহাপাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন।

এ সসয় অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, মুগদা মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান, সি‌লেট মে‌ডি‌কেল ক‌লে‌জের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনা‌য়েত হো‌সেন, গোপালগঞ্জ শেখ সা‌য়েরা খাতুন মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ মো. জা‌কির হো‌সেন, প‌রিচালক ডা. মো. ম‌নোয়ার হো‌সেন, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বিরসহ স্বাস্থ্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ও বি‌ভিন্ন মে‌ডি‌কেল ক‌লে‌জের শিক্ষকরা উপ‌স্থিত ছি‌লেন। প‌রে মহাপ‌রিচালক সমা‌ধি সৌ‌ধের অ্যাড‌মিন ভব‌নে র‌ক্ষিত প‌রিদর্শন বই‌তে মন্তব্য লে‌খেন এবং স্বাক্ষর করেন।

বিডি প্রতিদিন/এমআই

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর