পল্টন হত্যাকান্ড দিবসে শুক্রবার গাইবান্ধায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) । ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে পার্টির মহাসমাবেশে বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সিপিবি এই কর্মসূচি পালন করে।
সিপিবি, গাইবান্ধা জেলা কার্যালয় চত্বরে সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. শাহাদত হোসেন লাকু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মন্ডল প্রমুখ।
পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ