সিরাজগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ মানিকুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুপুর এলাকার মৃত মোহবুল হকের ছেলে।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্নস্থানে ফেনসিডিল সরবরাহ করে আসছিলো।
তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        