বাগেরহাটের মোরেলগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় লাবনী বেগম (৪০) নামে এক গৃহিণীকে(কনের মা) এক মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান শনিবার বিকেল ৫টার দিকে জিলবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম মোল্লার স্ত্রীকে করাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন।
নির্বাহী কর্মকর্তা বলেন, ১৫ বছর বয়সী মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে এমন খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা বিকেলে ওই বাড়িতে যান।
এসময় কনের পিতা ও বরপক্ষের সকলে পালিয়ে যায়। কনের মা লাবনী বেগম প্রকাশ্যে মেয়ের বাল্যবিয়ের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম