সকাল হলেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুটি আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-সহ ভোটের অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন কেন্দ্রে। তবে এই নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে সরঞ্জামাদি বেলা ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বগুড়ার দুটি আসনেই এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনেক ভালো। শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বগুড়াবাসীকে উপহার প্রদানে কাজ করে যাওয়া হচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। বগুড়ার মানুষ নির্বিঘ্নে ভোট প্রদান করবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুতায় এবং শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। এছাড়া বগুড়া-৪ আসনের নির্বাচনের ভোটগ্রহণের সরঞ্জামাদিও পৌঁছানো হয়েছে।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোট কেন্দ্রের সংখ্যা ১১২টি। আর ভোট কক্ষের সংখ্যা ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ এবং পোলিং অফিসার থাকবে ১ হাজার ৫৫৪ জন।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ১৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা থাকবেন।
দুটি আসনের নির্বাচনে প্রার্থীরা হলেন-বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনে ১৪ দলীয় মনোনীত প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম রেজাউল করিম তানসেন (মশাল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুক (লাঙ্গল), জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দিন মন্ডল (ডাব). স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা), মুশফিকুর রহমান কাজল (ট্রাক), কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল (কলার ছড়ি) ও গোলাম মোস্তফা (দালান) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু (নৌকা), জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক (গোলাপ ফুল), গণফ্রন্টের আফজাল হোসেন (মাছ), জাতীয় সমাজতান্ত্রিক দলের এমদাদুল হক এমদাদ (মশাল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ), আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা), আব্দুল মান্নান আকন্দ (ট্রাক), সরকার বাদল (কুড়াল), মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল (আপেল) ও রাকিব হাসান (কুমির)।
বিডি প্রতিদিন/এমআই