হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের চাপায় পৃষ্ট হয়ে হান্নান মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, দ্রুতগামী একটি ট্রাক্টরের চাপায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে যানচলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই